muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

বর্ষবরণ ।। এ. কে. এইচ. এম নকীবুল হক

সাহিত্য ও সংস্কৃতি।। মোল্লপাড়ার দুরন্ত ছেলে আকিব। দশম শ্রেণিতে অধ্যয়নরত। প্রখর মেধাবী। কিন্তু পড়ালেখার সাথে সম্পর্ক নেই বললেই চলে। সারাদিন এলাকার বখাটে ছেলেদের সাথে ঘুরতে পছন্দ করে। এভাবেই চলছে তার পড়ালেখা। কিন্তু মডেল টেস্ট রেজাল্ট খারাপ হওয়ায় বাড়ি থেকে বের হওয়া তার জন্য নিষেধ হয়ে পড়ে। সারাদিন ঘরে বসে পড়তে হয়। এভাবে কিছুদিন পড়ালেখার পর সে নিজের ক্ষতির দিকটি উপলব্ধি করতে পারল। সে দেখে তার সকল বই এখনো শেষ করার বাকি। তাই এখন তাকে আর বলতে হয়না। সে নিজ ইচ্ছাই রাত ১২টা থেকে ১টা পর্যন্ত পড়ালেখা করে।

কিভাবে দিন চলে যায়, কিভাবে রাত শেষ হয় এখন সে তা বুঝেনা। এখন সে বুঝতে পারল সময়ের কি দাম। এভাবে চলতে লাগল সময়। বছরও শেষ হয়ে আসছে। সে তো পড়ালেখা নিয়েই ব্যাস্ত। এক রাতে সে পড়তেছিল। হঠাৎ বাহিরে যেন কিসের আওয়াজ হল। সে থমকে উঠল। কিসের আওয়াজ? বুঝতে পারছে না। বিষয়টা ভালভাবে বুঝার জন্য সে জানালা খুলল। খোলা মাত্রই সে শুনতে পেল “হ্যাপি নিউ ইয়ার”। ঘড়ির দিেক তাকিয়ে দেখে রাত ১২টা বাজে। তখন সে বুঝতে পারল নতুন বছর শুরু হয়েছে। তাই আনন্দে আতশবাজি হচ্ছে। কিন্তু বিষয়টা তাকে ভাবিয়ে তুলল। সে ভাবতে লাগল,হায়! মানুষ আজ নববর্ষের আনন্দে আতশবাজি করছে। কিন্তু তাদের তো চিন্তা করা উচিত যে আমার জীবন থেকে একটি বছর ঝরে গেল। আমি সেই একবছরে কি অর্জন করলাম? সময়টাকে কি আমি সঠিক পথে ব্যায় করেছি?

Tags: