muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে এক নাইজেরিয়ান নাগরিক আটক”

এবিএস রনি, বেনাপোল, শার্শা (যশোর) প্রতিনিধি ।। বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় স্টিভিন ওসাটো নামে এক নাইজেরিয়ার নাগরিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
মঙ্গলবার দুপুরে বেনাপোল সীমান্তের গাতিপাড়া তেরঘর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
এই সময় আটক নাইজেরিয়ার নাগরিককের কাছ থেকে একটি নাইজেরিয়ান পাসপোর্ট (এ-০৮১৪৬৮৭২) উদ্ধার করা হয়। যাতে দেখা যায় সে নাইজেরিয়া থেকে ভারতে ব্যবসায়ীক ভিসা লাগিয়ে গত ১২ই ডিসেম্বর নয়াদিল্লিতে আসে। বাংলাদেশী ভিসা না থাকায় সে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বলে ধারনা করা হচ্ছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তের গাতিপাড়া তেরঘর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে মানবপাচার হচ্ছে। এমন সংবাদে তেরঘর এলাকায় অভিযান চালিয়ে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।
২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম  বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে এক নাইজেরিয়ান নাগরিক কে আটককরা হয়েছে। আটক নাইজেরিয়ান নাগরিককে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

Tags: