muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জনগণের নিরাপত্তার কথা ভেবে থার্টি ফার্স্ট নাইটে কিছু বিধি-নিষেধ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জনগণের নিরাপত্তার কথা ভেবে থার্টি ফার্স্ট নাইটে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বিধি-নিষেধের বাইরে কেউ কোনো কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

কাবাডি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, ‘এই রাতে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মূলত এ বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দারাও কাজ করছে। আর এ নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ কিছু বিধি-নিষেধ দিয়েছে। যা কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে। গভীর রাতে রাস্তায় কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করা যাবে না।’

শহীদুল হক বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি কূটনৈতিক বা অভিজাত এলাকা বিশেষ নজরদারির মধ্যে আনা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানেই বেশি লোক সমাগম ঘটে। পুলিশের বিধি-নিষেধ মেনে চললে রাতটি শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবেন নগরবাসী।’

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: