muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭ তে সাত দিন

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। (অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট ঘুরে এসে), কয়েকমাস আগে থেকেই রোভারদের মুখে মুখে গল্প চলছিলো আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭ এর। কবে আসবে সেই দিনটি কবে দেখা হবে সারা বাংলার হাজারো রোভার বন্ধু, বড় ভাইদের সাথে। অপেক্ষার প্রহর যেনো শেষ হচ্ছিল না। দেখতে দেখতে চলে আসলো আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭। ২৬ শে ডিসেম্বরে হতে ৩১ শে ডিসেম্বর প্রযুন্ত গাজীপুরের বাহাদুরপুরে অবস্তিত রোভার প্রশিক্ষন কেন্দ্রে চলবে আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭।

দিনাজপুর হতে গাজীপুরের দূরত্ব অনেক হওয়ায় আমরা ২৫ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে দিনাজপুর জেলা প্রশাষকের কার্যালয় হতে রওয়ানা দিলাম রোভার মুটের উদ্দেশ্যে। ৫ টি বাসে ১ টি দলে ০৯ জন করে প্রায় ৩০ টি ইউনিট।
সবাইমিলে একসাথে আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭তে অংশগ্রহন করতে যাচ্ছি মজাটাই অন্যরকম। সারাদিন গেজেটের বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি ও খাটাখাটনির পর আবার লং জার্নি তবুও কারো মাঝে যেনো কোন ক্লান্তির ভাবটুকুও নেই।
যাত্রাপথে বাসের মধ্যেই শুরু হয়ে গেল গান। সে কি যেমন তেমন গান হরেক রকম গান আবার কোন গানের প্রথম অংশ হলে আরেকটা গানের শেষের অংশ।
গানের সাথে তাল রেখে হাওয়ার বেগে বাস ছুটলো আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭ এর উদ্দেশ্যে। বাস দিনাজপুর পেরিয়ে গাইবান্ধা এর মধ্যে আবার অনেকের চোখ জুড়ে নেমে আসলো শান্তির ঘুম। বগুড়া পৌছে রাতের খাওয়া সেরে আবার আমাদের বাস চলতে শুরু করলো রাতের খাওয়াটা অনেকের বদহজম হওয়ায় গা গুলিয়ে আসলো বমি।
আমাদের বাস আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট স্থানে পৌছাতে পৌছাতে ২৬ শে ডিসেম্বর সকাল ১১ টা। রেজিষ্টেশনের ঝামেলা সেরে নিজ নিজ তাবুর উদ্দেশ্যে গমন করলো প্রতিটি দল।
এখানেই কাজ শেষ নয় এবার তাবুর চারপাশ পরিস্কার ও গ্যজেট তৈরি করার পালা সবাই মনের আনন্দে তৈরি করে ফেললো নিজ নিজ গ্যাজেট।

 

মনের মতো তাবু সাজাতে বেলা গড়িয়ে বিকেল গোসল শেষ করে যে যার মতো করে একটু ঘুরতে বের হওয়া। রাতে খাওয়া শেষ করে সেদিনের মতো ঘুমোতে যাওয়োর পালা।
২৭ শে ডিসেম্বর খুব সকালে ঘুম থেকে উঠতে হলো বিপির পিটিতে অংশগ্রহন করার জন্য। পিটি শেষে তাবুকলা, পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭ এর মূল আনুষ্ঠানিকতা।
সকল রোভাদের মাঝে আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭ স্বরনীয় বটে সারা বাংলার রোভাররা এক হওয়া সেলফি তোলা, গল্প করা নতুনদের সাথে পরিচিত হওয়া কি মধুর দিনগুলোই না পার করেছি আমরা।
আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭ এর প্রত্যেকটা চ্যালেঞ্জে অংশগ্রহন করি আমরা- সুপ্রভাত, তাবুকলা, ইউথ ভয়েস, ক্যাম্পফায়ার,খেলাধূলা,মেধা যাচাই, তথ্য প্রযুক্তি, বাঁধা, স্বাস্থ ও সমাজসেবা।

হাইকিং ও কৃষ্টি ও সংস্কৃতির কথা আলাদা ভাবে না বললে নয়। আমরা হাইকিংয়ে সবথেকে বেশি মজা করছে ঢাকা ফরেস্টে। এই মধূর স্মৃতীগুলো ভূলার মতো নয়।
কৃষ্টি ও সংস্কৃতির চ্যালেঞ্জে বাংলাদেশের মানুষ গুলা থাকিল তোমার নিমন্ত্রন গানটি গেয়ে সবার মন জয় করেছিলাম আমরা।
দেখতে দেখতে শেষ হয়ে আসলো আষ্টাদশ আঞ্চলিক রোভার মুট-২০১৭। তাবু গুটিয়ে বাড়ি ফেরার পালা এমন মনে হচ্ছিল যে কি যেনো হারিয়ে যাচ্ছে জীবন থেকে। নতুন বন্ধু পরিচিত মানুষগুলো যেনো কেমন হারিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। ফেসার পথে বাসে শূনশান নিরবতা কোন কথা নেই কারো মাঝে। এ যেনো অন্যরকম এক ফিরে আসা।

 

 

 

 

 

Tags: