muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কাকরাইল মসজিদ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

জাতীয় ।। বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইল মসজিদ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীকে মসজিদের ভেতর রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘আসরের নামাজের পর তাবলিগ জামাতের অনুসারীরা কাকরাইল মসজিদের সামনে জড়ো হতে থাকেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মসজিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

পুলিশ জানায়, তাবলিগ জামাতের অনুসারীরা আসরের নামাজের পর কাকরাইল মসজিদের সামনে জড়ো হবেন, এ ঘোষণার পরই সেখানে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। মসজিদে আসা মুসল্লিদের ওপর নজরদারি করা হচ্ছে।। মসজিদ ও এর আশপাশের এলাকায়ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সেখান থেকে ২০০ গজ দূরে হেয়ার রোডের মডার্ন টিপটপ মসজিদে গিয়ে নামাজ পড়তে অনুরোধ করেছে পুলিশ। কাকরাইল মসজিদের গেট পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মাওলানা মোহাম্মদ সাদ এখানে থাকা পর্যন্ত এ নিরাপত্তা দেওয়া হবে। তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, মাওলানা মোহাম্মদ সাদের আগমন ঠেকাতে বুধবার সকাল থেকে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাবলিগ জামাতের একটি অংশ এবং আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

Tags: