muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে সভা

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে মেডিকেল কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপষ্টো ড. গওহর রিজভী। কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্ত্রী ও মেডিকেল কলেজের চেয়ারম্যান রাশিদা হামিদ।

এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, রাষ্ট্রপতির ছেলে ও মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. আবদুল ওয়াহাব বাদল ও জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রমজান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের পার্থক্য উপলব্ধি করে সে অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই এদেশ বিদেশি শাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। দেশ গড়ার কাজে তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি। তাই দেশ গড়ায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান তিনি।

অনুষ্ঠান শেষে মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

Tags: