muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পৈত্রিক দখলীয় ভূমি বেদখলে পায়তাড়া আদালতে মোকাদ্দমা দায়ের অন্যের নামে বিআরএস হওয়ায়

শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর মৌজাস্থিত ৩৪ শতাংশ ভূমি ভুল ক্রমে প্রকৃত মালিকের নামে বিআরএস রেকর্ড হয় নাই। ভূমির প্রকৃতি মালিক হচ্ছেন গোলাম মৌলা গং। সেই মালিকের জমির বিআরএস রেকর্ড হয়েছে অনন্ত মোহন সাহার নামে। ভুল ক্রমে বিআরএস হওয়ায় এ ব্যপারে ময়মনসিংহ যুগ্ম জেলা জজ ১ম আদালতে গত ৫ অক্টোবর ২০১৭ ইং তারিখে ৩০৬/১৭ অন্য প্রকার মোকাদ্দমা রুজু হয়েছে। আদালত মামলাটি দায়িত্ব নিয়েছেন। জানা গেছে ভূমির প্রকৃত মালিক গোলাম মৌলা গংরা নালিশি ভূমি যার সিএস তাদের পূর্ব পুরুষ মোঃ নজর মাহমুদ ব্যাপারির নামে ভূমিটি রেকর্ড ভুক্ত হয়েছিল। রেকর্ডভুক্ত ভূমির তপসিল হচ্ছে সিএস খতিয়ান নং- ২৭৭, এস এ খতিয়ান নং- ৪০০, সিএস ও এস এ দাগ নং- ১২২৬। জমির পরিমাণ- ৩৪ শতাংশ। উক্ত ভূমি তার নিজ দখলে জন্মেকাল পূর্ব থেকে পূর্ব পুরুষদের ওয়ারিশানের ধারাবহিকতায় ভোগ দখল করে আসছেন। প্রয়োজনীয় দলিল পত্রাদিও তার কাছে রয়েছে। স্বত্তদখলীয় ভূমি নাম খারিজ করতে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে গত ৫ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখে জানতে পারে জনৈক অনন্ত মোহন সাহা এর নামে বিআরএস দাগ-৬১২৮ ও ১৫ খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে। পৈতৃক দখলীয় ভূমি অন্যের নামে বিআরএস রেকর্ড হওয়াতে বাদি গোলাম মৌলা হতাশ হয়ে পড়েন। উক্ত ভূমি প্রতিকারের আশায় উল্লেখিত আদালতে মোকাদ্দমা দায়ের করেন তিনি। মোকাদ্দমা দায়েরের পর থেকে অনন্ত মোহন সাহা গংরা উক্ত ভূমি বিভিন্ন ভাবে বেদখলের পায়তাড়া করে আসছে এবং অনবরনত নিরীহ গোলাম মৌলাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে জানা যায় ।

Tags: