muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

জলঢাকা উপজেলা চেয়ারম্যান-এর উদ্যোগে চক্ষু শিবির

স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী’র সহযোগীতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকালে উপজেলার ওয়ান ইন্টারন্যাশনাল স্কুলে চক্ষু শিবিরের আনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।দীপ আই কেয়ার ফাউন্ডেশন-এর পরিচালনায় চোখের বিভিন্ন রোগ পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।

দীপ আই কেয়ার ফাউন্ডেশন সমন্বয়কারী মো:ওমর শরীফ জানান,আমরা বিকাল তিনটা পর্যন্ত পাচ শতাধিক রোগী দেখেছি।এর মধ্যে ছানিসহ জটিল রোগের শতাধিক রোগী পেয়েছি।এর আগেও এখানে চক্ষু শিবির  হয়েছিল।

সার্বিক তদারকিতে নিয়োজিত সাজেদা জাহান মুক্তা জানান,এখানে ফ্রি চিকিৎসা প্রদান করা হচ্ছে।এছাড়া যাদের চোখের অপারেশন দরকার তাদের সমস্ত ব্যয় ভার উপজেলা চেয়ারম্যান সাহেব করে থাকেন।

দীপ আই কেয়ার ফাউন্ডেশন -ডা.গোলাম মোস্তফা ও ডা.তরিকুল ইসলাম জানান,এখানে চোখে আক্রান্ত বিভিন্ন জটিল রোগী পাওয়া যায়।গত বছরও উপজেলা চেয়ারম্যানের সার্বিক সহযোগীতায় আমরা অনেক রোগী পেয়েছিলাম।

চিকিৎসকগণ তার মতো সমাজের বিত্তবানদের অসহায়-দু:স্থ চক্ষু রোগীদের পাশে দাড়ার আহবান জানান।

Tags: