muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, সেলিনা হায়াৎ আইভীকে হাসপাতালে নিয়ে আসার পর অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সিসিউইতে নিয়ে যাওয়া হয়।

সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, শুনেছি, তার রক্তচাপ কমে গেছে এবং বুকে ব্যথা অনুভব করছেন। তবে এ বিষয়ে সিসিইউতে থাকা চিকিৎসক নির্দিষ্ট করে বলতে পারবেন।

তিনি সিসিইউতে কথা বলার পরামর্শ দেন।

সিসিইউতে ফোন করে জানতে চাইলে সেখান থেকে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হবে।

তাই এ মুহূর্তে সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

রাইজিংবিডির নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেনের বরাত দিয়ে জানিয়েছেন, বেলা সাড়ে ৩টার দিকে নগর ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছিলেন না। এ সময় তিনি বমি করেন। তখন নগর ভবনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফা শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে স্যালাইন পুশ করেন।

তিনি জানিয়েছেন, মেয়রের রক্তচাপ কমে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়।

Tags: