muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কক্সবাজারে যৌথ মোবাইল কোর্ট অভিযানে আটক ৮টি জালসহ নৌকা

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কক্সবাজার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন নদী ও মোহনা হতে অবৈধ জাল ও মাছ ধরার নৌকা নির্মূল করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট অভিযান। এর অংশ হিসেবে শুক্রবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজি্েট্রট (আরডিসি) জুয়েল আহমেদের নেতৃত্বে যৌথ মোবাইল কোর্ট অভিযানে শহরের নাজিরার টেক সংলগ্ন সাগর থেকে মাাছ ধরা অবস্থায় অবৈধ ৮টি বেহেন্দী জালসহ কয়েকটি লাইসেন্সবিহীন নৌকা জব্দ করা হয়।

অভিযানকালে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মহিবউদ্দিন,মৎস্য অধিদপ্তরের উপ-প্রধান,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজি্েষ্ট্রট তানভীর আহমেদ,জয়নাল আবেদীন,জিন্নাত শহীদ পিংকী,নাসরীন বেগম সেতু,জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল আলীম, জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মঈনুদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য ও কোষ্টগার্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং নৌকাগুলো মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

Tags: