muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শিক্ষামন্ত্রীর পিওসহ নিখোঁজ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। নিখোঁজ থাকা লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ জানায়, ২১ জানুয়ারি রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসিরুদ্দিনকে ১ লাখ ৩০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে, লেকহেড গ্রামার স্কুলের মো. খালেদ হাসান মতিনকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই তিনজনের মধ্যে মোতালেব ও খালেদকে শনিবার বিকেলে বসিলা ও গুলশান থেকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। আর বৃহস্পতিবার বনানীর একটি প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে বেরোনোর পর দুপুর থেকে নাসিরের খোঁজ মিলছিল না বলে তার পরিবার অভিযোগ করেছিল।

Tags: