muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

এবছর একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

ডেস্ক রিপোর্ট ।। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালের একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি।

বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের একুশে পদক প্রদান করবেন।

এবার একুশে পদক পাচ্ছেন– ভাষা আন্দোলনে মরহুম আ জা ম তকীয়ুল্লাহ ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। সংগীতে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম ও মতিউল হক খান। অভিনয়ে প্রয়াত হুমায়ূন ফরীদি। নৃত্যে বেগম মীনু হক (মিনু বিল্লাহ)। নাটকে নিখিল সেন (নিখিল কুমার সেনগুপ্ত)। চারুকলায় কালিদাস কর্মকার। আলোকচিত্রে গোলাম মোস্তফা। সাংবাদিকতায় রণেশ মৈত্র। সমাজসেবায় নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা ইলিয়াস কাঞ্চন।

গবেষণায় প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক। অর্থনীতিতে মইনুল ইসলাম। ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী।

এদের মধ্যে তিনজন মরণোত্তর একুশে পদক পাচ্ছেন।

প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়া হয়। এবার এ সংখ্যা আরো চার বাড়ল।

Tags: