muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

খালেদার সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে

ডেস্ক রিপোর্ট ।। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদার জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার রায়ের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আমরা প্রথমে নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য উচ্চ আদালতে আবেদন করব। দ্বিতীয়ত, আপিল গ্রহণের পর জামিন আবেদন ও রায় স্থগিত চেয়ে আবেদন করা হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কি না, জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, এখন নির্বাচনের প্রশ্ন নেই। তফসিল ঘোষণা করা হয়নি। তবে সাজা স্থগিত হলে  নির্বাচনে প্রার্থী হতে আইনগত কোনো বাধা নেই।

রায় স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হওয়ার নজির আছে, উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি অনেক উপজেলা ও পৌরসভা নির্বাচনে নিম্ন আদালতে সাজা হওয়ার কারণে প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে নিম্ন আদালতের সাজা স্থগিত হওয়ায় তারা প্রার্থী হয়েছেন। অনেকে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করছেন।

Tags: