muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে মিশন ভার্সিটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে বাঁশগাড়ী গ্রামে মিশন ভার্সিটি কিন্ডার গার্টেনের বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা পরিষদের আয়োজনে শনিবার দুপুরে ভার্সিটি কিন্ডার গার্টেন স্কুল মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ কায়সার কলেজের প্রতিষ্ঠাতা মোঃ শহীদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ র.ম.ম. ইয়াকুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্তী অধিদপ্তরের অবসর প্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী এন.এস. ইউনুছ, আশুগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন নূরজাহান বেগম সোনিয়া, ভৈরব হাজী আসমত আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, ভৈরব হাজী আসমত আলী বালিকা স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু। এছাড়াও প্রতিষ্ঠানের উপদেষ্টা আবদুল সাদেক রঙ্গিলা মিয়াসহ অভিবাবকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোঃ মহসিন মিয়া।
উক্ত অনুষ্টানে বিভিন্ন রকমের খেলাধুলার পাশাপাশি মনোমুগ্ধকর নৃত্যানুষ্টান দেখে বক্তারা বলেন বাঁশগাড়ী গ্রামকে আলোকিত বাঁশগাড়ী গড়ে তুলতে কোমলমতি শিশুদের মেধা বিকাশে মিশন কিন্ডার গার্টেন স্কুলটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। আজকের এই শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে  অভিবাকদের আরো সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

Tags: