muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ তীর্থস্থান মেহার কালিবাড়ীতে শিব চর্তুদশী উৎসব সম্পন্ন

সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদুপর) ।। জেলার শাহরাস্তিতে অবস্থিত ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ তীর্থস্থান মেহার কালিবাড়ীতে শিব চর্তুদশী উৎসব সম্পন্ন হয়েছে। গত বুধবার দিন ব্যাপী মহা উৎসাহ উদ্দীপনায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শিব চর্তুদশী উৎসব সম্পন্ন হয়। ঢাক-ডোল বাজিয়ে নারী, পুরুষ ভক্তরা আনন্দে মেতে উঠে। বিল্লপত্র, পুষ্প, দুধ ও ডাবের জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করানো হয় জীবনের দুঃখ, দুর্দশা, ইহকালে শান্তি ও পরকালের মুক্তি লাভের আশায়। অবিবাহিত নারী-পুরুষরা ভক্তবৃন্দ মনবাসনা পুরণের জন্য উপবাস করে শিব চর্তুদশীর ব্রত পালন করেন। মেহার কালীবাড়ীর শিব মন্দিররে অন্যতম পুরোহিত বিনয় গোস্বামী শুদ্ধ মন্ত্র পাঠের মাধ্যমে পূজার আনুসাঙ্গিক কর্ম শেষ করেন। মেহার কালীবাড়ীর কার্যকরী কমিটির সভাপতি শ্যামল বন্ধু ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র মজুমদার জানান প্রতিবছরের ন্যায় এবার অত্যান্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শিব চর্তুদশী উৎসব সম্পন হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মেহার কালীবাড়ীর কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ মানিক লাল বনিক, সহ-সম্পাদক কেশব চন্দ্র সাহা, অমৃত মজুমদার (টুটন), প্রচার সম্পাদক অমল চন্দ্র পাল (লিটন), শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক রনজিৎ মজুমদার ও সদস্য বিনয় কৃষ্ণ সাহা, বিশ্বজিৎ দাস প্রমুখ।

Tags: