muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে এক ব্যবসায়ীর জায়গা জবর দখলের চেষ্ঠা

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের বাজিতপুরে এক ব্যবসায়ীর জায়গা জোর জবর দখল করার চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার নোয়াগাঁও নিলখী গ্রামের মোঃ নূরুল হুদার পুত্র ডাঃ মোঃ শফিকুল ইসলাম (৪০) অভিযোগ করে বলেন, গত ২০১১ সালের ২৪ আগস্ট একই গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র মোঃ সাফি মিয়া (৪৮) এর নিকট থেকে পিরিজপুর মৌজার ১৪৩৫ নং দাগ থেকে সাফ কাবলা দলিল মূলে ৭ শতাংশ ভুমি ক্রয় করে একটি হাফ বিল্ডিং দোকান ঘর নির্মাণ করে হোমিও ঔষধের দোকান পরিচালনা করে আসছেন। উক্ত সম্পত্তি নিয়ে জমি বিক্রয়দাতা মোঃ সাফি মিয়া গংদের সাথে বিরোধ সৃষ্টি হলে শফিকুল ইসলাম বাদী হয়ে সাফি মিয়া গংদের বিরুদ্ধে গত ২০১৪ সালে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ ধারা আইনে একটি মামলা নং -২৫৮ দায়ের করে । মামলায় শফিকুল ইসলামের পক্ষে প্রসেডিং বলবৎ হয় ও চূড়ান্ত হলে সাফি মিয়া গত ২০১৭ সালের ১৭ মে নোটারী পাবলিক অব বাংলাদেশ কিশোরগঞ্জ এর মাধ্যমে ৫৯৫ নং রেজিঃ মূলে এফিডেভিট করে ডা.শফিকুল ইসলাম কে ৭ শতাংশ ভুমি বুঝিয়ে দেন। এরপর থেকে সাফি মিয়ার বড় ভাই ছিদ্দিক মিয়া (৬০) উক্ত সম্পত্তি জোর জবর দখল করার পায়তারায় লিপ্ত হয়ে শফিকুল ইসলামকে নানান ভাবে হয়রানি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২০১৭ সালের ১৭ নভেম্বর সকালে ছিদ্দিক মিয়া (৬০), তার ছেলে নূরু মিয়া (৩৫),মামুন মিয়া (২৫) ও শরীফ মিয়া (৩০) এবং বোন সালেহা খাতুন (৪৫) দেশীয় অস্ত্রাদী নিয়ে ওই ব্যবসায়ীর সীমানায় প্রবেশ করিয়া ফিলার ভাঙচুর করে ব্যপক ক্ষতি করে। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে গত ২০১৭ সালের ২৫ নভেম্বর বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিদ্দিক মিয়া লোকজন নিয়ে শফিকুল ইসলামকে বিভিন্ন প্রকার হুমকি সহ তাঁর নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দিলে ছিদ্দিক মিয়াকে খুন করে তার উক্ত জায়গা জবর দখল করে নিবে বলে হুমকি প্রদর্শণ করছে।

Tags: