muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে আন্তজার্তিক নারী দিবস পালিত

সজীব  আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে-কর্ম জীবন ধারা এ স্লোগানে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে ভৈরবে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
হাজি আসমত স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ (৮ মার্চ) বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে হাজি আসমত স্কুল এন্ড কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে কলেজ প্রতিষ্ঠানে মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক আহমেদ আলীর সভাপতিত্বে অলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কাউন্সিলর আওলাদ হোসেন, ভৈরব চেম্বারের পরিচালক জিল্লুর রহমান, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক  একে এম কামরুজ্জামান খান,সহকারি শিক্ষক ফারজানা আহমেদ,,জান্নাতে নাজিয়া,প্রশাসনিক কর্মকর্তা সাঈদুর রহমান বাবলু প্রমূখ।
এ সময় বক্তারা বলেন নারীরা এখন পুরুষের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূণ দায়িত্ব পালন করছে।
নারীরা পুরুষের প্রতিদ্বন্দি নয় বরং পুরুষের সহযোগি হিসেবে কাজ করছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক আফসানা আক্তার।

Tags: