muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে এনবিআরে সকল প্রক্রিয়া অনলাইনে

অর্থনীতি ।। দুর্নীতি প্রতিরোধে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সকল নিয়োগ প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআরের সকল অফিসের নিয়োগ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে দেশিয় মোবাইল অপারেটর টেলিটকের সাথে বৃহস্পতিবার এনবিআর সম্মেলন কক্ষে এ সমঝোতা সই হয়।

এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. রাহেনুল ইসলাম ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুস ওই সমঝোতা সই করেন।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এনবিআর তার নিয়োগ প্রক্রিয়ায় অনলাইন সিস্টেম কার্যকর করতে যাচ্ছে। সরকারি সেবা সহজীকরণে ই-গভর্নেন্স অনুসরণের কার্যক্রম শুরু করা হচ্ছে। টেলিটক বাংলাদেশ লিমিটেড এনবিআরকে অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম- এর অনলাইন পার্টনার হিসেবে কারিগরি সহায়তা প্রদান করছে। এনবিআর প্রথমবারের মত অফিস সহায়ক পদে অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম অনুসরণ করবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় অনেক সময় দুর্নীতি অনিয়ম হয়। সেজন্য আমরা অনলাইনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। নিয়োগ প্রক্রিয়া অনলাইনে করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা বাস্তবায়ন করে অনলাইনে নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এনবিআরের নিয়োগ নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য আমরা অনলাইনে নিয়োগ প্রক্রিয়া চালু করতে যাচ্ছি।’

চেয়ারম্যান বলেন, ‘টেলিটক ইতোমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাডমিট কার্ড ইস্যু, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাজ করে থাকে। বাকি প্রক্রিয়া ডিপার্টমেন্ট করে। সরকারের নিয়ম ও সরকার নির্ধারিত খরচ অনুযায়ী আমরা অনলাইনে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবো।’

এনবিআর সদস্য (বোর্ড প্রশাসন) এসএম আশফাক হুসাইন বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে প্রচেষ্টা তারই অংশ হিসেবে ইতোমধ্যে এনবিআর বিভিন্ন ডিজিটাল সার্ভিস চালু করেছে। আজকে অনলাইনে নিয়োগ প্রক্রিয়া চালুর মধ্য দিয়ে এনবিআর আরো এক ধাপ এগিয়ে গেল।’

তিনি বলেন, ‘টেলিটকের সাথে সমঝোতা সইয়ের পর শিগগিরই ৪১ জন অফিস সহায়ক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। শুধু অফিস সহায়ক নয়, এখন থেকে এনবিআরে যত নিয়োগ হবে সবই অনলাইনে করা হবে। ঘরে বসে বা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার ব্যবহার অনলাইনে আবেদন, টাকা জমাসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘আগের প্রক্রিয়ায় ১০ টাকার ডাকটিকিটসহ ফেরত খাম পাঠাতে হতো। এখন ডাকটিকিট লাগবে না। এখন টেলিটকের চার্জ দিতে হবে ৫ টাকা। এ ৫ টাকার বিনিময়ে টেলিটক সকল সার্ভিস অনলাইনে দেবে। চাকরি প্রার্থী এসএমএস এর মাধ্যমে সব সেবা পাবে। প্রবেশপত্র অনলাইনে পাওয়া যাবে। শতভাগ ইউজার ফ্রেন্ডলি এ সার্ভিসের মাধ্যমে আমরা এনবিআরকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো। পিএসসি থেকে শুরু করে সরকারের অনেক দপ্তর এ সার্ভিস চালু করেছে। তাই এ প্রক্রিয়া পরীক্ষিত বলে আমরা এ প্রক্রিয়া চালু করতে যাচ্ছি।’

অনুষ্ঠানে এনবিআরের সদস্য ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: