muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

যশোরে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা

শাহিনুর রহমান, যশোর প্রতিনিধি ।। যশোরে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। আনন্দ মিছিল ও আলোচনা সভাই সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। যশোর পৌরসভা অফিস হতে শুরু করে মুজিব চত্বর পর্যন্ত আনন্দ মিছিল হয়। আনন্দ মিছিল শেষে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালবেলা মুজিব চত্বরে দেখা যায় ছোট শিশুরা ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন পালন করে। তারা তাদের বিদ্যালয়ে বঙ্গবন্ধু সম্পর্কে রচনা ,গান কবিতা আবৃতি, ভাষণ ইত্যাদি আয়োজন করে। আলোচনা সভাই বক্তরা বলেন, মানুষটির জন্ম না হলে পেতাম না এই সোনার বাংলা। সোনার বাংলা পেয়েছি যার জন্য তিনি হলেন একজন মেধাবী,সৎ সাহসী পুরূষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৭ই মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করে। তারই আদর্শের সৈনিক হতে হবে। বাংলাদেশের সকল মানুষকে বঙ্গবন্ধুর মতো সৎ চরিত্রের রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে বঙ্গবন্ধুর জীবনী বই পড়তে হবে। বঙ্গবন্ধুর মতো সৎ রাজনীতি নিয়ে দেশকে উন্নয়নের রোল মডেল করছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। যদি শেখ হাসিনা ভালো থাকে তাহলে দেশকে আরো উন্নয়ন করতে পারবে। আলোচনা পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।

Tags: