muktijoddhar kantho logo l o a d i n g

ফিচার

ওডব্লিউএসডি এওয়ার্ড পেলেন বাংলাদেশের গবেষক ড. হাসিবুন নাহার

মোস্তফা খান ।। ফলিত গণিত বিষয়ে অসাধারণ কৃতিত্বের জন্য আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা “অ্যামিরিকান এসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সাইন্স কতৃক পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুন নাহার। সম্প্রতি ওডব্লিউএসডি ২০১৮ সনের নন-লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল সমীকরণের মাধ্যমে ট্রাভেল ওয়েভ সলিউশনের উপর গবেষণার জন্য ওডব্লিউএসডি (ঙডঝউ) – এলসেভিয়ার ফাউন্ডেশন এওয়ার্ড ফর আর্লি কেরিয়ার ওম্যান সাইন্টিস্ট ইন দি ডেভেলোপিং ওয়ার্ল্ড শিরোনামে এই এওয়ার্ডের আয়োজন করে। ওডব্লিউএসডি’র এই এওয়ার্ড কার্যক্রমে মোট ৫ জন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ডপ্রাপ্ত অন্যান্যরা হলেন, ড. জারমাইন, ক্যামেরুন (পদার্থবিজ্ঞান), ড. ইয়োনা ফক্স, গুয়েনা (রসায়ন), ড. সিলভিয়া গনজালেস প্যারেস, ইকুয়েডর (রসায়ন) ও ড. উয়িত্রী, ইন্দোনেশীয়া (রসায়ন)। এই এওয়ার্ড অনুষ্ঠানটি আমেরিকার টেক্সাসের অস্টিন শহরে হোটেল হিলটনে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতি সন্তান ড. হাসিবুন নাহার বর্তমানে সুনামী ও ভূমিকম্প নিয়ে কাজ করছেন। ড. নাহার জানান, এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, তিনি উন্নত দেশগুলোর আন্তর্জাতিক বিজ্ঞানী ও গবেষকদের সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সক্ষম হবেন বলে দৃঢ় প্রত্যয়ন ব্যক্ত করেন। ড. নাহার ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে øাতকোত্তর ও মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স থেকে ফলিত গণিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ফুলপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ফুলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রয়াত শিক্ষক হাবিবুর রহমানের কন্যা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইফতিখারুল আলম তানভীরের বড়বোন।

Tags: