muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

জলঢাকায় আইডিয়াল ডিগ্রি কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন

স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর জলঢাকায় আইডিয়াল ডিগ্রি কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার বিকালে সাবেক এই অধ্যক্ষ পৌর এলাকার কলেজ পাড়ায়  তার নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,আমি প্রতিষ্ঠানটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন   মাননীয় হাইকোর্টের নির্দেশ মোতাবেক সাময়িক বরখাস্ত নিস্পত্তিকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আমাকে প্রেরিত পত্রের আলোকে ইতিপূর্বে সাময়িক বরখাস্ত প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলামের প্ররোচনায় এবং হুমকির মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্য ও তথ্য উপাত্ত নিজের দায়িত্বে প্রদান করেছি।সাময়িক ভাবে বরখাস্তপ্রাপ্ত অধ্যক্ষ মো:আজিজুল ইসলাম জলঢাকা উপজেলা ও নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমীর।এবং বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য।তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত  সতন্ত্র প্রার্থী যা সকলেই অবগত।১২ মার্চ/১৮ জাতীয় বিশ্ববিদ্যালয় অত্র প্রতিষ্ঠানের সভাপতি বরাবর এক পত্রের আলোকে সাময়িক বরখাস্ত প্রাপ্ত অধ্যক্ষ মো:আজিজুল ইসলামকে অধ্যক্ষ হিসাবে পুনর্বহালের নির্দেশ দেন।তবে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বিধি মোতাবেক মো:আজিজুল ইসলাম গভর্নিং বডির সিদ্ধান্ত ছাড়াই ১৩ মার্চ কলেজে গিয়ে নিজেকে পূণর্বহালকৃত অধ্যক্ষ হিসেবে দাবি করে হাজিরা খাতায় স্বাক্ষর করতে থাকেন।যাহা বিধি বহির্ভূত।এমন নানাবিধ বিভ্রান্তিকর পরিবেশের অবসান ঘটিয়ে অত্র শিক্ষাঙ্গণ শান্তিপূর্ণ পরিবেশ ও অসাম্প্রদায়িক চেতনা ফিরে আনতে তিনি সবার প্রতি সহযোগীতা কামনা করেন।

Tags: