muktijoddhar kantho logo l o a d i n g

বিশেষ প্রতিবেদন

রাষ্ট্রের পিছে রাষ্ট্রপতির পুত!

রাষ্ট্রের মোটরসাইকেলে চড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। কিছু দিন আগে চালক রাষ্ট্র মিয়ার (৩০) ভাড়া মোটরসাইকেলযোগে তিনি মিঠামইনের কাটখাল গ্রামে উপস্হিত হয়ে ৪৮১টি পরিবারের মাঝে বিদ্যুতায়ন উদ্বোধন করেন।

রাষ্ট্রের বাড়ি একই এলাকার কাকুয়া গ্রামে। রাষ্ট্রের বাবা খলিল মিয়া ৪ বছর আগে মারা যান। বাবা মারা যাওয়ার পর পরিবারের ১০ সদস্যের ভরণ-পোষণের দায়িত্ব নিতে হয় রাষ্ট্রকে। তারপর থেকে রাষ্ট্র মোটরসাইকেল কিনে হাওরের সাবমার্সেবল সড়কে ভাড়ায় চালাতে শুরু করে। প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে রাষ্ট্র ছয়শত টাকা আয় করে।

মোটরসাইকেলে চড়ার ছবিসহ একটি পোস্ট এমপি তৌফিক তার নিজ ফেইসবুকে করেন। পোস্টটি ভাইরাল হলে প্রশংসায় ভাসছেন তিনি।

রেজওয়ান আহাম্মদ তৌফিক লেখেন, “চালকের নাম রাষ্ট্র, নাম শুনেই বল্লাম তুমি রাষ্ট্র, আমি রাষ্ট্রপতির পুত। তার মটরসাইকেল এ চড়ে আজ কাটখাল যাই। সত্যিই সে খুব ভাল চালক।”

রাষ্ট্রের মতো হাওরের আরো চার শতাধিক যুবক প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করে। মোটরসাইকেল চালিয়ে বেকারত্ব গুছিয়ে সংসারের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছেন তারা। প্রতিদিন অনেকের ফোন কলের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-মে২০১৮ইং/এন

Tags: