muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

গোলাপ ও জবার ভালোবাসা

মাহবুবুর রহমান : এই শহরের আকাশ চুম্বী অট্টালিকার ছাদে একটি ফুলের বাগান। সেই বাগানে রয়েছে অনেক দেশী বিদেশি ফুলের গাছের সমারোহ। ছাদটির ঠিক কর্ণারে রয়েছে একটি গোলাপ ও জবার গাছ। গোলাপ গাছটি ব্ল্যাক জাতের তুরস্ক থেকে আনা। জবা ফুল গাছটি একটু অন্যমনস্ক। সে একাকী থাকতে ভালোবাসতো। জবা ফুল গাছটির পাশেই একটা টব খালি ছিলো সেই সুবাদে জবার পাশেই গোলাপ গাছটির জায়গা হয়। সেই থেকেই তাদের বন্ধুত্বের যাত্রা শুরু।

জবা হঠাৎ জিঙ্গেস করলো আচ্ছা গোলাপ তোমার জন্মতো বিলেতে তুমি কেন আমারে ভালোবাসলে? গোলাপ আরে বাবা কারনতো আছেই। আমার বিদেশে জন্ম হলে কি হবে সেখানে কেউ আমাকে ভালোবাসলেও সাময়িকের জন্য চিরদিনের জন্য ভালোবাসে না। কিন্তু এই পরিবেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। তাইতো আমিও তোমাকে অনেক ভালোবাসি। হঠাৎ করে বাড়ীর ছাদে বাড়ীওয়ালার বন্ধু আসলো এসে দেখে জবা ফুল গাছটিতে অনেক ফুল। দেখার পরেই তার চোখ জুড়িয়ে যায়। তার বন্ধুকে বলে বন্ধু আমার এই জবা ফুল গাছটি খুবই পছন্দ হয়ছে আমি এটা বাড়িতে নিয়ে যাবো। সেদিন থেকেই গোলাপ গাছটি সঙ্গীহীন। তারপর থেকে গোলাপ গাছটিতে আর কখনো ফুল আসেনি। তার ভালোবাসার স্বপ্নটা এখানেই থেমে যাই। শুধু পরে থাকে তার কঙ্কালসার সেই গাছটি।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-মে২০১৮ইং/এন

Tags: