muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পার্বতীপুরে মূর্তি উদ্ধার, স্বর্ণের মূর্তি বলে হৈ চৈ

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের পার্বতীপুরে স্কুল পড়ুয়া ছাত্রীরা লক্ষ্মী দেবতার মুর্তি কুড়িয়ে পেয়েছে। প্রায় সাড়ে তেত্রিশ ভরি (৩৯০ গ্রাম) ওজনের মুর্তিটি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়াডাঙ্গা পুকুরপাড়ে রাস্তার ধারে ঝাড়ুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় এটি কুড়িয়ে পায়।

জানা যায়, মঙ্গলবার (৮মে) সকালে মমতাজ ও ইসরাত সহ ৫ বান্ধবী স্কুলে যায়। পথিমধ্যে মুর্তিটি কুড়িয়ে পেলে বিদ্যালয়ের হিন্দু শিক্ষক নির্মল বাবুকে জমা দেয়। ইতোমধ্যে স্বর্ণের মুর্তি পাওয়া গেছে বলে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়লে মুর্তিটি দেখার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে সহস্রাধিক মানুষের ঢল নামে। প্রধান শিক্ষকের সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক ও মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুর্তীটি উদ্ধার করে থানায় জমা দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে মুর্তি উদ্ধারের কথা স্বীকার করে জানান, থানায় জমা রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় সোনার মুর্তি নয় বলে মনে হচ্ছে। তবে আরও পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে।

মডেল থানার ওসি হাবিবুল হক প্রধানের সাথে মুঠো ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tags: