muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

রমজা‌নের সাঁনাই ।। রহমান মাসুদ

 সাহিত্য ও সংস্কৃতি ।।

রমজা‌নের সাঁনাই

রহমান মাসুদ
আল্লাহর অধিন্যস্ত সময়চক্র
রজব পে‌রি‌য়ে শাবা‌নের ঘ‌রে,
রমজান মা‌সের নিকটবর্তীতায়
উচ্ছা‌সিত স্পন্দন অন্ত‌রে।
অচি‌রেই শুরু এন‌তেজাম
আস‌ছে মহামান্য মেহমান,
অফুরন্ত সোয়া‌বের ঝু‌লি কাঁ‌ধে
যা ভাল‌বাসার উপহার প্রদান।
অতিথির প্রাপ্য হক আদা‌য়ে
প্র‌তি‌টি মুহূর্ত অতি মূল্যবান,
অ‌বিল‌ম্বে সাজো পু‌ণ্যের সাজে
হে প্রাণ প্রিয় বিশ্ব মুসলমান।
শয়তান হ‌লেও শৃঙ্খ‌লে আবদ্ধ
থে‌কে যায় পূ‌র্বের কিছু রেশ,
শাবান মাস হ‌তেই সজাগতায়
পা‌পের আবেশ সমূ‌লে নিঃশেষ।
ত‌বেই ঘ‌টে স্বর্গীয় তৃ‌প্তি‌তে
রমজা‌নের সা‌থে নি‌বিড় দো‌স্তি,
সে দোস্তির সুদৃঢ় বন্ধনতায়
চির মু‌ক্তির ঘা‌টে ভীরে কিস্ত‌ি।
অভ্যর্থনার বাজাও সাঁনাই
দাফ‌লি‌’তে আল্লাহর গুণগান,
হৃদ‌য়ে টাঙ্গাও ঈমা‌নী সা‌মিয়ানা
বরন কর‌তে পবিত্র রমজান।

Tags: