muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রায়পুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে, গুণীজন, অবসরাপ্ত শিক্ষক-কর্মচারী ও জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী-শিক্ষার্থীদের সম্মাননা শনিবার ১২ মে সকালে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে স্কুল শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শহিদুল ইসলাম পাপুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ইছমাইল খোকন, রায়পুর উপজেলা নাগরিক ফাউন্ডেশনের মহাসচিব- কাজি জামশেদ কবির বাক্কি বিল্লাহ, আ’লীগ নেতা সাইদুল বাকীন ভুঁইয়া, বেল্লাল হোসেন ভুঁইয়া, ৬নং কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল, ৭নং বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল গোসেন মুন্সী, শিক্ষক সফিউল্লাহ খাঁন প্রমুখ। অনুষ্ঠানে ৩১ টি মাধ্যমিক, ২১ টি মাদ্রাসা, ২৫০ জন শিক্ষক, বিভিন্ন স্কুলের এ+ প্রাপ্ত ১৩০ জন ও ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিভিন্ন ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় কাজী শহিদ ইসলাম পাপুলের পক্ষ থেকে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনকে নগদ ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

 

 

Tags: