muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে যৌন উত্তেজক ড্রিংকস বিক্রি করায় ৫ দোকানে ম্যাজিস্ট্রেট অভিযান

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে মাদক শ্রেণির অর্ন্তভুক্ত জিনসিন প্লাস, ডাবল হর্স, রেস ফ্লুট সিরাপ, হর্স ফিলিংস, আঙ্গর এই সব ড্রিংকস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮৮ বোতল যৌন উত্তেজক ড্রিংকস জব্দ ও জরিমানা করা হয়।
আজ ১৫ই মে মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় ভৈরব রেলওয়ে ষ্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভৈরব র‍্যাব-১৪ সিপিসি এর সহযোগিতায় ড্রিংকস মজুদ ও বিক্রির অপরাধে নিউ যুগান্তর টেলিকম স্টোরের মালিক মেহেদী হাসান কে পাঁচ হাজার, আকাশ স্টোরের মালিক মো: বাবুল কে দুই হাজার, যুগান্তর টেলিকম মালিক মমিনুল হক পাঁচ হাজার, হাজী জসিম উদ্দিন কে পাঁচ হাজার ও চৈয়তী স্টোরের মালিক মো: শাহআলম কে পাঁচ টাকা করে ৫টি দোকানে অভিযান পরিচালনা করে মোট বাইশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাদিন ষ্টোর নামে একটি দোকান কে সিলগালা করা হয়। দোকানে থাকা ৮৮ বোতল ড্রিংকস উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

Tags: