muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে একদিনে আট দোকানে দুর্ধর্ষ চুরি

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে একদিনে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ ছাড়াও গত কয়েক সপ্তাহ ধরে কিশোরগঞ্জে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে আইন শৃঙ্খলাও অবনতি হচ্ছে বলে বিজ্ঞমহলের অভিমত প্রকাশ করেছে।

জানা যায় গত বুধবার রাতে বড় বাজারের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এছাড়া শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজারের আরো একটি ব্যবসা প্রতিষ্ঠানে একই কায়দায় চুরি হয়েছে।

বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান জানান, সেহেরি খাওয়ার পর ভোরে যখন বাজার নিরব হয়ে যায় এ সুযোগে বড় বাজারের অন্তত ৭টি দোকানের তালা কেটে চোর ভেতরে প্রবেশ করে নগদ টাকা পয়সা নিয়ে যায়। যেসব দোকানে চুরির ঘটনা ঘটেছে সেগুলো হলো, বড় বাজারের মেসার্স নিত্যপ্রয়োজনীয় ষ্টোর, মিন্টু ষ্টোর, শরীফ ষ্টোর, মোবারক ষ্টোর, তুর্যয় ষ্টোর, আলাল ষ্টোর ও রাজিব ষ্টোর। এদিকে শহরের গৌরাঙ্গ বাজারের আর এম ডিষ্ট্রিবিউশনেও এদিন একই কায়দায় চুরি হয়েছে।

এর আগে গত ৭ই মে একই কায়দায় চোর ভেতরে প্রবেশ করে বড় বাজার হাজী আক্কাস মার্কেটের শিফা ষ্টোর থেকে ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ৩ লাখ ৮৪ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে শিফা ষ্টোরের মালিক দুলাল আহমেদ থানায় মামলা দায়ের করেছেন। সিরিজ এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কিশোরগঞ্জ শহরের বড়বাজারের হাজী শাহাব উদ্দিন মার্কেটে শরীফ ষ্টোরের সিসি টিভিতে ধরা পড়েছে চোরের চুরি করার এই দৃশ্য।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tags: