muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে জলাতঙ্ক নির্মুলে কুকুরকে টিকা প্রদান

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলায় ব্যাপক হারে কুকুরের ঠিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৮ এর অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুকুরকে টিকা প্রদান করা হচ্ছে। গত ২৩ মে হইতে পৌরসভা সহ উপজেলার ৬ টি ইউনিয়নে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের এমডিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত এ টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। ২৪ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরিদপুর মাজার প্রাঙ্গনে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার লায়ন ডাঃ বুলবুল আহম্মদ কুকুরকে এমডিভি টিকাপ্রদান করছেন। এ সময় ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিস্ট্যান্ট ও সার্ভেয়ার মোঃ মোনায়েম খান উপস্থিত ছিলেন।
তারিখ ঃ ২৪/০৫/২০১৮ ইং

Tags: