muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

‘‘স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের শুভেচ্ছা’’ : কুলিয়ারচরে ৬ মাদক ব্যবসায়ীর আত্মসম্পর্ণন

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে একাধিক মাদক মামলার আসামী ৬ মাদক ব্যবসায়ী পুলিশের নিকট আত্মসর্ম্পণ করেছে। ২৪ মে বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে থানা পুলিশ কর্তৃক আয়োজিত জনসচেতনতা মূলক মাদক বিরোধী আলোচনা সভা শেষে থানার কর্ত্যরত উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহমানের মাধ্যমে পেশাদার মাদক ব্যবসায়ী উপজেলার বাজরা মিয়াবাড়ী গ্রামের মৃত আশরাফ উদ্দিনের পুত্র শেখ জহির উদ্দিন (৪৮), পূর্ব গাইলকাটা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র, মোঃ মোবারক হোসেন (৪৫), চারারবন গ্রামের মোঃ জীবন মিয়ার পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩৫), কামালিয়াকান্দি গ্রামের আশ্রব আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম(৩০), উছমানপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আবু কাশেম (৫৫) ও আগরপুর বাজার এলাকার মৃত তৈয়ব আলীর পুত্র মোঃ তাজুল ইসলাম (৫৭) নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী স্বীকার করে সুধরানোর সুযোগ চেয়ে কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শফিকুল ইসলামের নিকট আত্মসর্ম্পণ করে।

এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৬ মাদক ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাদের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে জায়নামাজের বিছানা, টুপি ও তবজি প্রদান করেন।

আলোচনা সভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, ভৈরব সার্কেল সিনিয়র এএসপি মোঃ কামরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জিল্লুর রহমান, পৌরসভার কাউন্সিলর সুভ্রত দাস, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) আলী মোঃ রাশেদ, পৌরসভার প্যানেল মেয়র মোঃ অলি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শামসুল হক হারিছ, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাছ উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান,ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক আবু বক্কর, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোঃ আলী আকবর খান সহ জনপ্রতিনিধি সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মত বিনিময় সভায় পুলিশ মাদক নির্মুলে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহব্বান জানান।

থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা বলেন, তিনি গত ২৩ অক্টোবর এ থানায় যোগদান করার পর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ৭০ টি মামলা নেওয়া হয়েছে এবং প্রায় ২ শ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ৫ মে উপজেলার বাজরা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী মাদক সম্রাজ্ঞী কুলসুম আক্তার স্বামীকে সাথে নিয়ে নিজেদের সুধরানোর সুযোগ চেয়ে পুলিশের নিকট আত্মসর্ম্পণ করে। কুলসুম ও তার স্বামী বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছে।

Tags: