muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

‘বিদ্যুৎ বিল সাশ্রয়ে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভূমিকা রয়েছে’

মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম ।। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিদ্যুৎ বিল বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রতি মাসে প্রায় ১ কোটি টাকা পরিশোধ করতে হয়। নগরবাসীর নিরাপদ যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্পোরেশন এই আলোকায়ন সেবা দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে অনেক এলাকায় দিনের বেলাতেও সড়ক বাতি জ্বলতে দেখা যায়।সড়ক বাতির সুইচ নির্দিষ্ট সময়ে অন-অফ করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদেরকে আরো সচেতনতা অবলম্বন করতে হবে।

দায়িত্ব প্রাপ্তরা এ বিষয়ে সতর্ক হলে কর্পোরেশনের বিদ্যুৎ বিল আরো সাশ্রয় হবে। বিদ্যুৎ বিল সাশ্রয়ে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজ সকালে মুসলিম ইন্সটিটিউট হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সড়ক বাতি সুইচ অন-অফ কাজে দায়িত্বপ্রাপ্ত ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে সম্মানী ভাতা বিতরণ কর্মসূচীর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন,বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।বিদ্যুৎ উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে সরকার জনগণের মাঝে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে।

এ খাতে প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হয়। আমরা অনেক সময় অসচেতনতা বা অসাবধানতাবশত নানা ভাবে বিদ্যুৎ শক্তি অপচয় করি। বিদ্যুতের অপচয় রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে সড়ক বাতি সুইচ অন-অফকারী ১৫৫৬ জন ইমাম,মুয়াজ্জিন ও পুরোহিতদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ৩১ লাখ ১২ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি মো.জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর নাজমুল হক ডিউক, ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, চসিক সচিব আবুল হোসেন,প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ,তত্তাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক,নির্বাহি প্রকৌশলী ঝুলন দাশ,রেজাউল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Tags: