muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

শোলাকিয়ার আকাশে উড়বে ড্রোন!

নিরাপত্তার নতুন ইতিহাস রচিত হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। ঈদের জামাত শুরুর কয়েক ঘণ্টা আগেই নিরাপত্তা নজরদারিতে উপমহাদেশের সর্ববৃহৎ এ ঈদগাহ ময়দানে তিনটি ড্রোন উড়ানো হবে।

ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনায় শোলাকিয়ায় প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ড্রোন। নিরবচ্ছিন্ন নজরদারির জন্য ড্রোন ৩টি উড়বে শোলাকিয়া ঈদগাহের আকাশ জুড়ে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ড্রোন সংযোজন নতুন ও অভিনব ঘটনা।

আরো পড়ুন-  সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ মে দেশে প্রথমবারের মতো নরসিংদী জেলা পুলিশ ড্রোনের মাধ্যমে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেয়। সেদিন নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে ড্রোন দিয়ে পরীক্ষামূলক মহড়ার পর ৬ জুন থেকে নিরবচ্ছিন্ন নজরদারির জন্য তিনটি ড্রোন উড়ানো হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, শোলাকিয়ার মতো বিশাল ঈদগাহের জামাতের জননিরাপত্তায় ড্রোন ব্যবহার খুবই কার্যকর হবে। এজন্য শোলাকিয়ার নিরাপত্তা পরিকল্পনায় ড্রোনের ব্যবহার যুক্ত করা হয়েছে।

Tags: