muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে মিলল ৪ শরণার্থীর লাশ, উদ্ধার ৯০০

আন্তর্জাতিক রিপোর্ট : ভূমধ্যসাগরে দু’দিনে কমপক্ষে ৯৩৩ জন অভিবাসী ও চারটি মৃতদেহ উদ্ধার করেছেন স্পেনের কোস্টগার্ড সদস্যরা। শুক্রবারে ও শনিবার এসব অভিবাসীদের ও লাশগুলো উদ্ধার করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি জানায়, স্পেনে পালিয়ে আসা অভিবাসীর সংখ্যা বাড়ছে। গতবছরে অভিবাসী প্রবেশের সংখ্যা ছিলো দ্বিগুণ।এই সংস্থা আশঙ্কা করছে, দেশটির অভিবাসন নীতির কারণে এবছর অভিবাসীর সংখ্যা আরও বাড়তে পারে।

ম্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন অনুকূল পদক্ষেপ নিচ্ছেন। নথিভুক্ত নয় এমন অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবার অঙ্গীকারও করেছেন স্পেনের প্রধানমন্ত্রী।

কোস্টগার্ড এক টুইট বার্তায় জানিয়েছে, জিব্রাল্টার প্রণালীতে তারা প্রায় ৬০টি ডিঙি নৌকা থেকে চারটি মরদেহ ও ৫০৭ জন অভিবাসীকে উদ্ধার করেছেন। অন্য অভিবাসীদের দক্ষিণপূর্ব স্পেন ও উত্তরপশ্চিম মরক্কো অংশে উদ্ধার করা হয়েছে।

Tags: