muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আগামী নির্বাচনে অংশ নেব না, তবে …

ডেস্ক রিপোর্ট ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে দলের প্রয়োজন হলে তিনি আবারও সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে অর্থমন্ত্রীর সঙ্গে অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগের সচিব এবং কমকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আমি অংশ নেব না। এটা অনেক আগেই ঘোষণা দিয়েছি। সে সিদ্ধান্ত এখনো ঠিক আছে। এখানে একটি ‘তবে’ আছে। সেটা হচ্ছে, দলীয় প্রধান এবং দল যদি মনে করে, সিলেট থেকে আমাকে নির্বাচনে অংশ নিতে হবে, সে ক্ষেত্রে আমাকে নির্বাচনে অংশ নিতেই হবে। এটা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর।

তিনি আরো বলেন, ‘অপজিশনে যদি এরশাদ সাহেব প্রার্থী হয়ে যান, খালেদা জিয়া হয়ে যান, তাহলে অফকোর্স আই উইল কনটেস্ট। কারণ, সে ক্ষেত্রে আমাকেই অংশ নিতে হবে। এরশাদ সাহেব সিলেটের জন্য গুরুত্বপূর্ণ প্রার্থী হবেন। কারণ, তার সময়ে সিলেটে বেশকিছু কাজ হয়েছে। আর বেগম জিয়া সিলেটে প্রার্থী হলে কতটা ভাল করতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে খালেদা জিয়ার চেয়ে এরশাদ অনেক ভালো করবেন।’

এবার তো নির্বাচনী বছর, এলাকায় নির্বাচনী আমেজ কেমন দেখলেন? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনী হইচই তেমন নেই। আশা করছি, এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই এতে অংশ নেবেন।’

‘আমি মনে করি, বিএনপির নীতিনির্ধারকরা ভালো করেই বোঝেন, তারা যতকিছুই বলেন না কেন, এবার নির্বাচন না করলে এ পার্টি আর থাকবে না,’ বলেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমি সিলেটে ঈদ করলাম, জামাতগুলো আনডিস্টার্ব হয়েছে। ওই দিনই ঢাকায় আসলাম, এখানেও দেখলাম আবহাওয়া ভালো। আই থিংক, মোটামুটিভাবে এটা খুশির ঈদই ছিল।’

Tags: