muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

প্রশিক্ষণ নিবেন আপনি আর কর্মসংস্থান করবে সরকার : সদর যুব উন্নয়ন অফিসার

নিজস্ব প্রতিবেদক ।। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এজেড এম শাহাদাৎ হোসেন বলেছেন, প্রশিক্ষণ নিবেন আপনি আর কর্মসংস্থান করবে সরকার। প্রশিক্ষণলব্দ জ্ঞানস কাজে লাগিয়ে বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারে। কিশোরগঞ্জের মহিনন্দে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহযোগিতায় ব্লক বাটিকা প্রশিক্ষণে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস মোঃ সিদ্দিকুর রহমান, যুব প্রশিক্ষক আইরীন আলী, সুবর্ণা নাসরীন প্রমুখ। মহিনন্দ শুকুর মামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন বেকার যুব নারীদের অংশ গ্রহণে ব্লক বাটিক প্রশিক্ষণ কার্যক্রম গত ২১ জুন থেকে শুরু হয়ে তা ২৮ জুন পর্যন্ত চলবে বলে জানা গেছে। মঙ্গলবার প্রশিক্ষণে যুব নারী প্রশিক্ষক সুবর্ণা নাসরীন তাঁর হাতের তৈরী বিভিন্ন পোষাকের কারু কাজ প্রদর্শন করেন। এতে বেকার যুব নারীরা শিল্পকর্মে আরও উৎসাহিত হয়েছে।

Tags: