muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

‘ক্লীন কিশোরগঞ্জ গ্রীন কিশোরগঞ্জ’ বাস্তবায়নে নরসুন্দার পাড়ে বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজের সম্মুখে মুক্তম  এলাকায় ও নরসুন্দা নদীর পাড়ে শনিবার বিকেলে নিজ উদ্যোগে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। চারা রোপন শেষে প্রতিটি গাছের চারায় বাঁশের সুরক্ষা বেষ্টনী স্থাপন করা হয়।

এ সময় সনাক সভাপতি অধ্যাপক আব্দুল গণি, সাংবাদিক ও সুর্যোদয় ক্লাবের সসদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘ক্লীন কিশোরগঞ্জ গ্রীন কিশোরগঞ্জ’ বাস্তবায়ন করতেই বহুদিন যাবৎ পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় আজ নরসুন্দা নদীর পাড়ে  কৃষ্ণচূড়া, বেলী, অর্জুন, কাঠ বাদাম, লচকন, জামরুল, হরিতকি, বহেরা, আমলকি, চাপালিশ জাতীয় গাছ রোপন করা হয়েছে।

Tags: