muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় দর্জি বিজ্ঞান ও ক্রিষ্টাল শু পিস ব্যাগ বুননের দ্বিতীয় ব্যাজের প্রশিক্ষণ শুরু

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যােগে শিক্ষিত বেকার নারীদের কে আত্ননির্ভরশীল করে তোলার লক্ষে ৩ মাস মেয়াদী দর্জি বিজ্ঞান ও ক্রিষ্টাল শু পিস ব্যাগ বুনন প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাজের প্রশিক্ষণ রবিবার সকালে মহিলা অধিদপ্তরে শুরু হয়। প্রতি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন শিক্ষিত নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর আজহার আলী, ক্রিষ্টাল শু পিস ব্যাগ বুনন প্রশিক্ষক লিজা আক্তার, দর্জি বিজ্ঞান প্রশিক্ষক, সুমিয়া আক্তার জবা প্রমুখ।

Tags: