muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারসহ ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীতে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে চালানো ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের স্টোর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট জব্দ করে র‌্যাব।

সারওয়ার আলম জানান, ২০১৭ সালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। আজও অভিযানে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাদের ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, তাদের হাসপাতালে ব্যবহার করা রি-এজেন্টের মেয়াদ ২০১৭ সালের দিকে শেষ হয়েছে। অথচ তারা এগুলো এখনো ব্যবহার করছে।

Tags: