muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

জলযাত্রায় টুসু সাংস্কৃতিক একাডেমী

কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন রুপে আত্নপ্রকাশ করেই সর্বসাধারণের নজর ও মনে স্থান করে নিয়েছে কিশোরগঞ্জ টুসু সাংস্কৃতিক একাডেমী। তারই ধারাবাহিকতায় গত ৬ জুলাই শুক্রবার দিনব্যাপী আয়োজন করে ইটনা ও মিঠামইন হাওড়ে জলযাত্রা।

সকাল ১০টায় কিশোরগঞ্জ ক্লাবের সামনে হতে বাসযোগে চামড়াবন্দরে যাত্রা বিরতি শেষে মিঠামইনের উদ্দেশ্যে রওনা হয়ে হাওড়ের নৈশর্গিক দর্শনীয় বিভিন্ন স্থানে ট্রলার/নৌকা থামিয়ে মেতে উঠে সাংস্কৃতিক কর্মীরা। মিঠামইন বেড়ীবাধে প্রাকৃতিক পরিবেশে দুপুরের খাবারেও ছিল ১৫ প্রকারের আইটেম।

জলযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন টুসু সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাতা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল (স্বপরিবারে)। বিশেষ অতিথি হিসেবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) মোঃ শরিফুল ইসলাম (স্বপরিবারে) এবং টুসু সাংস্কৃতিক একাডেমীর উপদেষ্টা মোঃ ওসমান গণীসহ সংগঠনের সকল সদস্য জলযাত্রায় অংশ গ্রহন করেন। যাত্রাপথে সংগঠনের নিজস্ব কন্ঠ ও অভিনয় শিল্পীর পরিবেশনে যোগহয় আরেক নতুন মাত্রা।

Tags: