
কিশোরগঞ্জে আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বৃক্ষরোপন ও বিণামুল্যে গাছের চারা বিতরণ
কিশোরগঞ্জে আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বৃক্ষরোপন ও বিণামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আনিসুজ্জামান খোকনসহ শিক্ষক শিক্ষার্থী ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিণামুল্যে গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন
Comments are closed.
I just want to say I am just very new to blogging and site-building and really savored your web site. Very likely I’m want to bookmark your blog . You definitely have superb posts. Thanks for revealing your blog site.