muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডিমলায় অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ॥ বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার ভোর সাড়ে ৬টায় জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৬টার কিটনাশক বিক্রেতা আব্দুর রাজ্জাকের দোকান থেকে বৈদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। দ্রুত আগুনে লেলিহান শিখা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের দুইটি হোটেল, দুইটি টেইলার্স, একটি মুদির দোকান ও একটি কম্পিউটারের দোকানসহ ৭টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলে বাজারের আরো শতাধিক দোকান রক্ষা পায়।

ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুল রহমান ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে।

Tags: