muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পরীক্ষার ফল খারাপ করলে সন্তানকে বকাঝকা করবেন না : প্রধানমন্ত্রী

সন্তানের পরীক্ষার ফলাফল খারাপ হলে বকাঝকা না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘সন্তান পরীক্ষার ফল খারাপ করলে বকাঝকা করবেন না। এটা কোনো সমাধান নয়। বরং কী কারণে তার ফল খারাপ হলো তা খুঁজে বের করে সেটার সমাধান করুন।’

আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে ২০১৮ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, পরীক্ষায় ভালো-মন্দ, পাস-ফেল থাকবেই। এটা জীবনের অংশ কিন্তু সন্তান যেন মাদকাসক্ত না হয়, সেইসাথে  জঙ্গি বা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ শিক্ষার্থী অংশ নেয়। এবারই প্রথম পরীক্ষা অনুষ্ঠানের ৫৫ দিনের মাথায় পরীক্ষার ফল প্রকাশিত হলো। এ বছর এইচএসসিতে ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।

 

Tags: