muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘মাদক নির্মূলে আমরা টার্গেট নিয়ে কাজ করতে পারি’

মাদক নির্মূলে আমরা টার্গেট নিয়ে কাজ করতে পারি বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পিপিএম।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গীবাদ বিরোধী এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যেসব জেলায় মাদক সবচেয়ে কম আসে, তার মধ্যে কিশোরগঞ্জ অন্যতম উল্লেখ করে তিনি বলেন, কিশোরগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে জেলার কোন একটি উপজেলাকে নির্বাচন করে সেই উপজেলাটিকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।

জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম এর সভাপতিত্বে সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পিপি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন।

এতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

Tags: