কিশোরগঞ্জের হোসেনপুরে জেএসসি পরীক্ষার্থী শাবনূর আক্তার মদিনা (১৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুয়া গ্রামের আজিজুল হকের মেয়ে নিজ গৃহে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সে স্থানীয় লুলিকান্দি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার ফরম পূরন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরন করে। আত্মহত্যার কারণ জানা যায়নি। হোসেনপুর থানার ওসি মোঃ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।