muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কাল মঙ্গলবার ১১টায় বিক্ষোভের ঘোষণা কোটা আন্দোলনকারীদের

আগামী ৩১শে জুলাই, মঙ্গলবার প্রজ্ঞাপন ও হামলাকারীদের শাস্তি এবং আটকদের মুক্তির দাবীতে সারা বাংলাদেশে একযোগে প্রত্যেকটি ইউনিভার্সিটি ও কলেজে কালো ব্যাজ ধারন করে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়া হয়েছে।

আন্দোলনকারীরা তাদের ফেসবুক গ্রুপে ও একটি ইভেন্টের মাধ্যমে এই ঘোষণা দেয়। যুগ্ম আহবায়ক নুরুল হক নুর ও হাসান আল মামুন ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

তারা বলেন, আপনারা সকলে জানেন যে, আমরা ৫ দফার আলোকে কোটার যৌক্তিক সংস্কার চেয়ে অহিংসভাবে ন্যায্য আন্দোলন করে আসছি। ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসীরা অমানবিকভাবে বার বার আক্রমণ করে আসছে। লাঞ্চিত করেছে আমাদের বোনদের, লাঞ্চিত করেছে আমাদের শিক্ষকদের। আপনারা দেখেছেন কিভাবে, নুর, তরিকুল, ফারুক, জসিম সহ অনেককে কিভাবে নির্যাতন করেছে।

তারা বলেন, হাঁতুড়ি দিয়ে পঙ্গু করে দিয়েছে তরিকুলের জীবন। মিথ্যা মামলা দিয়ে আমাদের ভাইদের জেলে বন্দি করে রেখেছে। আর যারা প্রকাশ্যে হামলা করেছে তাঁদের কোন বিচার হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ হবে বেলা ১১টায়।

তাদের দাবীগুলো হলোঃ
★১। গ্রেফতারকৃত নিরপরাধ শিক্ষার্থীদের মুক্তি
★২। নিরাপদ ক্যাম্পাস ও হামলাকারীদের বিচার এর দাবী
★৩। ৫ দফার আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন দাবী

Tags: