muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৫০০ তম সভা অনুষ্ঠিত

৫০০ তম ভোরের আলো সাহিত্য আসর রাজাকার মুক্ত কিশোরগঞ্জ চাইয়ের অঙ্গীকার করলো। কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ভোরের আলো সাহিত্য আসরের ৫০০ তম সভায় এ দাবী জানিয়ে গত শনিবার জেলা শিল্পকলা একাডেমী হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বীর জনতা শ্লোগান ধর.মাদক,জঙ্গি মুক্ত কর /বীর জনতা শ্লোগান ধর….রাজাকার মুক্ত কর,আমরা সবাই ভাই ভাই..রাজাকারমুক্ত দেশ চাই/আমরা সবাই ভাই ভাই… মাদকমুক্ত দেশ চাই.আমরা সবাই ভাই ভাই…. জঙ্গিমুক্ত দেশ চাই শ্লোগানে প্রকম্পিত করে কিশোরগঞ্জের আকাশ তথা রাস্তাঘাট। নানা শ্লোগানে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলায় এসে আলোচনাসভায় মিলিত হয়। বিআরডিবির সাবেক পরিচালক বীরমুৃক্তিযোদ্ধা কবি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। প্রধান আলোচক ছিলেন বিআরডিবির উপপরিচালক সাহিত্যিক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজা। বিশেষ অতিথি ছিলেন
দৈনিক মানবকন্ঠের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর কিরণ, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি আবুল বাহার, বেতার ও টিভির শিল্পী আবুল হাশেম,সংবর্ধিত অতিথি মিঠামইন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কবি মোঃ মোতাহের হোসেন,উপদেষ্টা আলী আজম তাপস।

ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়কারী প্রভাষক মোবারক হোসেন খান,সহ-সম্পাদক শফিক কবীর,সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, প্রচার সম্পাদক আলী রেজা সুমন। কবিতা আবৃত্তি করেন নারী পক্ষের আহবায়িকা স্বর্ণা আক্তার, সাংগঠনিক সম্পাদক নুসরাত জেবিন খানম, কবি মাহবুবুর রহমান ওরফে অনন্য ইয়াসিন,কবি মাহফুজুর রহমান, কবি আল মোহাম্মদ মোস্তফা,সহ-সাংস্কৃতিক সম্পাদক শিল্পী নিরব
রিপন, কবি সাইদুর রহমান কাঞ্চন,চাঁদনী আক্তার চুমকী, কবি সুবর্ণা দেব নাথ, তানিয়া ,ক্ষুদে বন্ধু রাফি আল মুবিন পুণ্য ,মোদাব্বির হোসেন খান, মোজাফ্ধসঢ়;ফর হোসেন খান,জহিরুল ইসলাম রুবেল প্রমুখ। সভায় সংগঠনের সকল প্রেগ্রামে সর্বাধিক উপস্থিতির জন্য কবি মোঃ মোতাহের হোসেন ও উপদেষ্টা আলী আজম তাপস বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ২০১৭ সালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী আসরের সদস্যদেরকে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়েছে। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। এতে বেতার ও টিভি শিল্পীরা সহ স্থানীয় এবং আসরের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। এ সময় ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্ঠা, কার্য পরিষদের সদস্যগণসহ সকল সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক , লেখক, গবেষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ভোরের আলো সাহিত্য আসর ২০০৮ সালে লিমেরিকার রেজাউল হাবীব রেজার আহবানে কিশোরগঞ্জের ইসলামিয়া সুপার
মার্কেট চত্বরের খোলা আকাশের নীচে বাংলা নববর্ষের দিনে সংগঠনটির যাত্রা শুরু করে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ স্বমহিমায় দাঁড়িয়ে সংগঠনটি জেলাসহ দেশ বিদেশে ভূয়শী প্রশংসা কুড়িয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সময়ে সময়ে সাহসী কর্মকান্ডে ও সাহিত্য সংস্কৃতিতে বিরল অবদান রেখে চলেছে। হাটি হাটি পা পা করে আজ তা ১০বছরে পর্দান করেছে।

Tags: