muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে প্রবাসিদের উদ্যোগে শতার্ধিক মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতারণ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুল কান্দি ইউনিয়নে ঈদ উপলক্ষে বিভিন্ন গ্রামে শতার্ধিক গরীব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে সম্মিলিত ভৈরব পল্লী সমিতি রোম, ইতালি সংগঠন।
ভৈরব অনলাইন নিউজ এজেন্সীর সৌজন্যে আজ (১৭ই আগষ্ট) শুক্রবার সকাল ১১ ঘটিকায় হাজী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠন ননীলি রঞ্জন দাস।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, স্থানীয় মেম্বার আলকাছ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগে প্রচার সম্পাদক মোঃ উসমান গনি,ডাক্তার গিয়াস উদ্দিন বাদশা।
এছাড়া সংগঠনের সভাপতি মোঃ রাসেল রানা,সাধারন সম্পাদক মোঃনাদিম মিয়া(সবুর),সদস্য মোঃজোনায়েদ
আহমেদ(জুম্মন) প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্টান পরিচালনা করেন।
এর আগে শীতে উপজেলার ৭টি ইউনিয়নের গরীর মানুষের মাঝে কম্বল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে ছিলেন।

Tags: