muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সিলেটের লামাকা‌জিতে ধরা পড়লো বিরল প্রজাতির জঙ্গী বিড়াল

বিশ্বনাথ উপ‌জেলার লামাকা‌জি ইউ‌পির সিরাজপুর কা‌জী বা‌ড়ি‌তে বিরল প্রজাতির প্রাণী জঙ্গী বিড়াল খাচায় ধরা পড়েছে। আজ বোরবার  দিবাগত রাতে কা‌জি বাড়ী গ্রামের কাজী আ‌তিকুর রহমান‌ে শিয়া‌লে ফা‌দে খাচায় ঢুকে পড়ে  জঙ্গী বিড়াল। ফজর নামাজ শে‌ষে শিয়াল মারার ফা‌দে খাচায় ঢুকে দেখতে পাই বিরল প্রজাতির জঙ্গী বিড়াল। এসময় বাঘ বাঘ বলে পুরুষ চিৎকার দিলে বাড়ীর অন্য লোকজন গিয়ে শিয়াল‌রে ফা‌দে খাচায় দরজা বন্ধ করে দেয়। খবর পেয়ে গ্রামের মানুষ কাজী আ‌তিকুর রহমা‌নের বাড়ীতে ভিড় করতে থাকে।

সিরাজপুর  গ্রামের কাজী আ‌তিকুর রহমান বলেন, শ‌নিবার দিবাগত রাতে জঙ্গী বিড়াল সুরমা নদীর ধারে দেখা যায়। ধারণা করা হচ্ছে কোন বন থেকে নদীর পার দিয়ে এসে কা‌জি আ‌তিকুর রহমান বাড়ীতে জঙ্গী বিড়াল টি আশ্রয় নিয়েছিল।

স্থানীয় কাজী মাহবুর রহমান জানান, জঙ্গী বিড়াল টি মেছো বাঘের মতো দেখতে। প্রথমে জঙ্গী বিড়ালটি‌কে দেখে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। শিশুরা  জঙ্গী বিড়ালটি মেছো বাঘ ভেবে ইট পাটকেল মেরে আঘাত করে।খাচায় আটককৃত জঙ্গী বিড়ালটি বিরল প্রজাতির প্রাণী। এ প্রাণীটি বিলুপ্তির পথে। বন ও জঙ্গলে অল্প সংখ্যক জঙ্গী বিড়াল  দেখা যায়। তবে জঙ্গী বিড়াল টি হিংসাত্মক নয়। এ রিপো‌ট লেখা পযন্ত তার বা‌ড়ির খাচায় ব‌ন্ধি আ‌ছে জঙ্গী বিড়াল‌টি ।

Tags: