muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় লেইন

যুক্তরাষ্ট্রের হাওয়াইওয়ের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় লেইন। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঘূর্ণিঝড়টি হাইওয়াই উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সিএনএন।

লেইনের প্রভাবে ভারী বর্ষণ, প্লাবন ও উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউয়ের আশংকায় হাওয়াইয়ের জনগণ খাদ্য, বিশুদ্ধ পানিও ও জরুরি সরবরাহ মওজুদ করতে শুরু করেছে I এর আগে বুধবার হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগে স্থানীয়দের দুই সপ্তাহের জন্য খাদ্যপণ্যের মজুদ রাখার আহ্বান জানিয়েছিলেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হতে পারে বিধায় বৃহস্পতি ও শুক্রবার সরকারি অফিসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইগে বলেছেন, ‘প্রত্যেককে ১৪ দিনের জন্য খাদ্য, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে ১৪ দিনের আশ্রয়ের প্রস্তুতির কথা মনে করিয়ে দিতে চাই।

সর্বশেষ আবহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে , ঘূর্ণিঝড় লেইন এখনো চার নম্বর ক্যাটেগরিতে রয়েছে,যার বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ২৪০ কিলোমিটার I ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুটি হাওয়াইয়ের ওপর দিয়ে যদি নাও যায়, তারপরেও কিছু কিছু জায়গায় প্রবল বাতাস ও ২০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হবে।

Tags: