muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে বিল ও খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

হোসেনপুরে অবৈধ দখলদারদের কবল থেকে ১১টি বিল ও খাল উদ্ধারের দাবিতে কৃষকরা পোড়া মাটির শাংকি হাতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার কয়েকশ কৃষক। কিছু প্রভাবশালী ভুমিদর্স্যুরা এলাকার কৃষি ফসলের মাঠ থেকে পানি নিষ্কাষনের ১১টি (তারা বিল, কামীনী বাবুর বিল, বলিয়ার বিল, হারুয়ার বিল, হিংড়া বিল, উত্তরের বিল, দক্ষিণের বিল, গোপাল নদীর নাল, কাট গরিয়া বিল, কোমার গাতা বিল ও জালু বিল) বিল বা খালসমূহ পথ বন্ধ করে দিয়েছে। বেশ কয়েক বছর ধরে বিল ও খাল গুলি ভরাট করে জমি, দোকান পাট ও বসতবাড়ি নির্মাণ করছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। ফলে এলাকার প্রায় একশত একর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রতি বছর প্রায় ৫০ থেকে ৬০ হাজার মন ধান উৎপাদন থেকে ব্যহত হচ্ছে। তারা অবৈধ দখলদারদের কবল থেকে দ্রুত বিল বা খালগুলি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: